• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তির মুক্তিযোদ্ধা ডাঃ সুলতান আহম্মদ পাটওয়ারীর ইন্তেকাল

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (অঞ্চল-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উপ-সচিব মোঃ শামছুল হক বিপ্লবের বাবা শাহরাস্তির বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডাঃ সুলতান আহম্মদ পাটওয়ারী (৭২)  গত শুক্রবার রাতে বগৈড় পাটওয়ারী বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি---রাজেউন)। তিনি স্ত্রী, ৩ মেয়ে, ৫ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে যান। গত শনিবার দুপুরে উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে বগৈড় পাটওয়ারী বাড়ির কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর জানাজার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিব উল্লাহ মারুফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মোঃ শাহজাহান পাটওয়ারী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রফিক আহম্মদ পাটওয়ারী, উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত উল্যাহ, নিকটাত্মীয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।