• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আজ সরস্বতী পূজা ॥ পাড়া মহল্লায় চলছে আনন্দ

প্রকাশ:  ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব বিদ্যা অর্চনায় দেবী সরস্বতী পূজা আজ ১০ ফেব্রুয়ারি রোববার। ইতিমধ্যে মন্দিরগুলোতে প্রতিমা তৈরির কাজ সমাপ্ত হয়েছে। গতকাল ৯ ফেব্রুয়ারি রাতে চাঁদপুর শহরের কালী বাড়ি মন্দির ও গোপাল জিউর আখড়া থেকে পাড়া মহল্লায় যুবকরা তাদের স্ব স্ব সংঘ থেকে পূজা করার জন্যে প্রতিমা ক্রয় করে ম-পে স্থাপন করেছে।  
শহরের কালীবাড়ি মন্দির ও গোপাল জিউর আখড়া মন্দিরে ফরিদপুর থেকে আগত গোবিন্দ পাল ও জীবন পালের লোকজন সরস্বতী প্রতীমা তৈরি করে রংতুলির আঁচড়ে প্রতীমাকে সাজিয়ে তুলেছে। আজ ১০ ফেব্রুয়ারি সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে পূজার আয়োজকদের দেখানো ডিজাইন অনুযায়ী ও শিল্পীদের মনের মাধুরীতে প্রতিমা তৈরি করেছে। বিভিন্ন পাড়া মহল্লার হিন্দু সম্প্রদায়ের যুবকরা সরস্বতী পূজা করার লক্ষ্যে চাঁদপুর জেলার বাইরে থেকেও বিভিন্ন আলোকসজ্জা ভাড়া করে এনে সজ্জিত করে তুলেছে। গতকাল রাত ১০টার পর থেকে বিভিন্ন সংঘ ব্যান্ড পার্টি বাজিয়ে আনন্দ প্রকাশের মাধ্যমে নেচে গেয়ে কালীবাড়ি ও গোপাল জিউর আখড়া থেকে সরস্বতী প্রতিমা ভ্যানযোগে স্ব স্ব ম-পে স্থাপন করেছে। রাতভর তারা ম-পগুলোতে বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত করে তোলে। আজ রোববার সকাল থেকে সরস্বতী পূজার কার্যক্রম শুরু হবে। গোপাল জিউর আখড়া, কালীবাড়ি মন্দির এবং চাঁদপুর রামকৃষ্ণ মিশন ও আশ্রমে সকাল ১০টায় ভক্তদের মাঝে অঞ্জলী প্রদান করা হবে। তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও সরস্বতী পূজা উদ্যাপনের লক্ষ্যে পূজার আয়োজন করেছে। তবে শহরে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চাঁদপুর সরকারি কলেজে প্রতিবছরই জাকজমকপূর্ণভাবে সরস্বতী পূজা উদ্যাপন হয়ে থাকে। এ বছরও কলেজ কর্তৃপক্ষ পূজার আয়োজন করেছে। আগামীকাল ১১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকল সংঘের প্রতীমা জড়ো করে আনন্দ শোভাযাত্রা বের করা হবে বলে চাঁদপুর সদর থানা পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ জানিয়েছেন।