ফারুক গাজীর মায়ের ইন্তেকাল ॥ আজ কুলখানি


চাঁদপুর শহরের ওয়াপদা খলিশাডুলি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁদপুর জেলা রেন্ট-এ-কার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক গাজীর মা ফাতেমা বেগম গত বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় চাঁদপুর শহরের প্রিমিয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় খলিশাডুলী আল-আমিন জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। রাতেই খলিশাডুলী গাজী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় ইমামতি করেন চাঁদপুর জেলা কারাগার জামে মসজিদের পেশ ইমাম মাওঃ কবির উদ্দিন। দাফন শেষে ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ মোঃ শাহজাহান। জানাজার পূর্বে বক্তব্য রাখেন খলিশাডুলী আল-আমিন জামে মসজিদের ইমাম মাওঃ ওহিদুল ইসলাম।
জানাজায় অংশ নেন তরপুরচ-ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল গাজী, আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ শওকত আলী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, জেলা কাজী সমিতির সভাপতি হাজী মাওঃ ফজলুল কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ আবু সুফিয়ান, মতলব সুজাতপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আতাউল্লাহসহ এলাকার ধর্মপ্রাণ মুসলমান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজ রোববার মরহুমার রুহের মাগফেরাত কামনা করে কুলখানি অনুষ্ঠিত হবে।