হাজীগঞ্জে মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
নতুন প্রজন্মদের ’৭১-কে মনে করিয়ে দিতে হবে : আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদ


‘নতুন প্রজন্মদের ’৭১-কে মনে করিয়ে দিতে হবে। ’৭১ মানে বাঙালি জাতির নাড়ির সম্পর্ক। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে একটি স্বাধীন জাতি হিসেবে আমরা পরিচিতি লাভ করেছি। একটি স্বাধীন ভূ-খ- হিসেবে পেয়েছি ‘প্রিয় বাংলাদেশ’। ’৭১-এর কণ্ঠকে সে ঐতিহ্যকে ধরে রেখে খেলাটি চালু রাখতে হবে’। গত বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জে মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৯-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদ।
হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ গাজীর খাদায় (বালুর মাঠ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদ আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন। এজন্যে প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করা হচ্ছে। খেলাধুলার সাথে কিশোর-যুবকদের সম্পৃক্ততা থাকলে সমাজ থেকে মাদক দূর হবে। সমাজ সুন্দর ও সুশৃঙ্খল হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল। অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি ইকবাল হোসেন মজুমদার।
অতিথি ও আয়োজকদের বক্তব্য শেষে চ্যাম্পিয়ন দল ইউনিক বিল্ডার্স, হাজীগঞ্জের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ৫০ হাজার টাকার প্রতীকী চেক এবং রানারআপ দল ‘চিটাগাং’-এর খেলোয়াড়দের হাতে রানারআপ ট্রফি ও ৩০ হাজার টাকার প্রতীকী চেক তুলে দেয়া হয়।
’৭১-এর কণ্ঠ’র (একটি সামাজিক সংগঠন) আয়োজনে এবং টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ স্বপনের সঞ্চালনায় এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ব্যবস্থাপনা সহযোগিতায় ছিলেন আয়োজক কমিটির সদস্য সোহাগ আহমেদ মাইনু, মাহবুবুর রহমান মিলন, দেলোয়ার হোসেন, শাহআলম প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সরকারি পাইলট হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ হোসাইন আজম, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, পৌর কাউন্সিলর আলহাজ¦ আবু বকর সিদ্দিক, আলাউদ্দিন মুন্সী, সচিব মুহাম্মদ নূর আজম বীন আখতার প্রমুখ।
সামাজিক সংগঠন ৭১-এর কণ্ঠ’র সদস্য সোহেল আলম বেপারী, বাপ্পী মজুমদার, মাহমুদুল হাসান হিরা, মিরাজ চৌধুরী ও তানভীর পাটওয়ারীসহ অন্যান্য সদস্যের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৯-এর সফল সমাপ্তি ঘটে। খেলায় ১৬টি দল অংশ নেয়। প্রাথমিক পর্ব, কোয়ার্টার ফাইনাল ও সেমি-ফাইনাল শেষে ফাইনাল খেলায় ইউনিক বিল্ডার্স, হাজীগঞ্জ ও চিটাগাং প্রতিদ্বন্দ্বিতা করে ইউনিক বিল্ডার্স, হাজীগঞ্জ চ্যাম্পিয়ন ও চিটাগাং দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।