• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

গদিঘর ও মিল ফ্যাক্টরি লেবারদের দুর্ভোগ

প্রকাশ:  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর নদীবন্দরে অবস্থিত জেলা শহরের প্রধান ও দেশের প্রসিদ্ধ ব্যবসায়িক এলাকা পুরাণবাজার। এখানকার শত শত শ্রমিক শুষ্ক মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে বাজারের গদিঘর এবং মিল-ফ্যাক্টরির পণ্য আমদানি ও রপ্তানির কাজ করছে। এর অন্যতম কারণ ঘাট সমস্যা।
পুরাণবাজার টিনবাজার থেকে বাজারের সকল ট্রলারঘাটে পণ্য ওঠা নামার জন্যে ঘাট নেই। অথচ বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ পণ্য আমদানি ও রপ্তানির ওপর টোল আদায় করে থাকে। বন্দর বা পৌরসভা কর্তৃপক্ষ এমনকি ব্যবসায়ী নেতৃবৃন্দ শ্রমিকদের অসুবিধার বিষয়টি দেখছেন না। প্রতিদিন হাজার হাজার বস্তা নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং শত শত ব্যারেল ভোজ্যতেল লেবাররা শহর রক্ষাবাঁধের ব্লক ডিঙ্গিয়ে নৌ-যানে তুলে দিচ্ছে এবং নামাচ্ছে। মাথায় বস্তা নিয়ে অনেক শ্রমিক দুর্ঘটনার শিকার হচ্ছেন। কয়েকজন শ্রমিক কাজ করতে গিয়ে মারাও গেছেন বলে জানান লেবার ইউনিয়নের নেতা হারুন ও শাহাবুদ্দিন। তারা বাজার এলাকায় কয়েকটি ঘাট চান। এ ব্যাপারে বন্দর, চেম্বার কর্তৃপক্ষ এবং পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করেন। ছবিতে এভাবেই শহর রক্ষাবাঁধের ব্লকের ওপর দিয়ে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে শ্রমিকদের পণ্য উঠাতে দেখা যায়। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।