মধ্য ইচলীতে শতবর্ষী হাজী আব্বাছ গাজীর ইন্তেকাল


চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ডস্থ মধ্য ইচলীর ১০৭ বছর বয়সী প্রবীণ আলহাজ¦ মোঃ আব্বাছ গাজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। গতকাল ৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় তিনি মধ্য ইচলীর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৭ মেয়ে, নাতি-নাতনীসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। কর্মজীবনে তিনি সার্ভেয়ারের কাজে নিজেকে নিয়োজিত রাখেন। তিনি দীর্ঘদিন বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন।
গতকাল বাদ আছর মধ্য ইচলী পাকা মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিয়ে মরহুমের ব্যক্তিজীবন নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ¦ মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সাবেক যুবলীগ নেতা নাজমুল হোসেন পাটওয়ারী এবং মরহুমের ছোট ছেলে সার্ভেয়ার আলমগীর হোসেন। জানাজায় ইমামতি করেন মসজিদের ইমাম মোহাম্মদ উল্লাহ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।