শাহরাস্তি সূচীপাড়া উবির শিক্ষক মোঃ আবু সায়েদ চৌধুরীর ইন্তেকাল


চাঁদপুরের শাহ্রাস্তির সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবু সায়েদ চৌধুরী (৫৪) গত রোববার রাতে ঢাকার হাসনাবাদে আত্মীয়ের বাসায় লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে যান। গত সোমবার বিকেলে সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে সূচীপাড়া পাল বাড়ির গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর জানাজায় উপস্থিত ছিলেন সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, উপাধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিব উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক এটিএম সাইফুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক শহীদুল্লাহ পাটওয়ারী, মোঃ শহীদ উল্লাহসহ সূচীপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, নিকটাত্মীয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সূচীপাড়া পূর্ব ইউপির নরহ পাটওয়ারী বাড়ির মরহুম আবু সায়েদ চৌধুরী দীর্ঘ ৩০ বছর সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।