ফরিদগঞ্জে নিরাপদ খাদ্য দিবসে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
হোটেল ব্যবসায়ী, বেকারি মালিক ও মাংস ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা


নিরাপদ খাদ্য দিবসে ব্যতিক্রমী আয়োজন করলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কমকর্তা মোঃ আলী আফরোজ। গত ২ ফেব্রুয়ারি শনিবার ‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এ প্রতিপাদ্যের ওপর ফরিদগঞ্জে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। উপজেলা সদরসহ বিভিন্ন বাজারের হোটেল ব্যবসায়ী, বেকারি মালিক ও মাংস ব্যবসায়ীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে সকালে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মোঃ আলী আফরোজের সভাপ্রধানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম শিপন, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সুমন সাহা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, পৌর কাউন্সিলর খলিলুর রহমান এবং উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর নজরুল ইসলাম। সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজ বলেন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, তারা সকলেই বিভিন্নভাবে ভোক্তা। তাই আমাদের সকলের নিজের এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য সঠিক ও নিরাপদ রাখতে নিরাপদ খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এক্ষেত্রে আমাদের সকলকেই সচেতন হতে হবে। পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ, নোংরা ও বাসি খাবার না দেয়া এবং খাবার রাখার পরিবেশ সুন্দর রাখা সকলের দায়িত্ব। জনগণ যাতে নিরাপদ খাদ্য পায় সে ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। আশা করছি আজকের এ সভা থেকে আপনারা পরামর্শ গ্রহণ করে ফরিদগঞ্জবাসীকে নিরাপদ খাদ্য প্রদান করতে সক্ষম হবেন।