• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

একেএম শফিক উল্যা সরকারের ৩য় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশ:  ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক একেএম শফিক উল্যা সরকারের ৩য় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি ঢাকার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ওইদিনই চাঁদপুর ও মতলব উত্তরে কয়েক দফা নামাজে জানাজা শেষে ষাটনল ইউনিয়নের পূর্ব লালপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
    মরহুমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বাদ আছর দৈনিক চাঁদপুর প্রবাহ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মরহুমের সহধর্মিণী ও চাঁদপুর প্রবাহের প্রকাশক নিলুফা আক্তার।