• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কমিউনিটি পুলিশিং অঞ্চল-৫-এর আওতাধীন মুন্সেফপাড়া মহল্লা কমিটি গঠন

প্রকাশ:  ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর আওতাধীন মুন্সেফপাড়া মহল্লা কমিটি গঠনকল্পে প্রস্তুতিমূলক সভা গতকাল ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার মুন্সেফপাড়া অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদারের চেম্বারে অনুষ্ঠিত হয়েছে। অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদারের সভাপ্রধানে ও কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর দপ্তর সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার কমিউনিটি পুলিশিং কর্মকর্তা (সিপিআই) আঃ রব। তিনি বলেন, চাঁদপুরে এখন আর ডাকাতি হয় না। ২০১২ সালের পর থেকে চাঁদপুর মডেল থানায় কোনো ডাকাতির মামলা নেই। কমিউনিটি পুলিশিং-এর তৎপরতায় জেলা পুলিশের সহযোগিতায় সমন্বয় করে একসাথে কাজ করায় চাঁদপুরবাসী সুফল পাচ্ছে। চাঁদপুরে মাদকাসক্তদের ধরতে মডেল থানার পুলিশ হোন্ডা নিয়ে প্রতিটি পাড়া-মহল্লায় অভিযান চালাচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে চাঁদপুরকে মাদকমুক্ত করতে মডেল থানার পুলিশ সক্রিয় রয়েছে।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, কমিউনিটি পুলিশিং মুন্সেফপাড়া মহল্লা কমিটির সাবেক সভাপতি মাসুদুর রহমান শিপু তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা। বক্তব্য রাখেন সেবা সিটি সেন্টারের জিএম একেএম জাহাঙ্গীর আলম, সাধনা প্লাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এএইচএম স্বপন, ই-হক কোচিং সেন্টারের ব্যবস্থাপনা পরিষদের ডিকে মৃণাল, চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ক্যাফে কর্নারের ব্যবস্থাপনা পরিচালক এমএ লতিফ, চাঁদপুর টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটাঃ হুমায়ুন কবির, এলজি বাটারফ্লাই শো-রুমের ম্যানেজার আরিফ উল্লাহ ও হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন অ্যাডঃ পলাশ মজুমদার, দক্ষিণ কোড়ালিয়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, ঘোষপাড়া-আদর্শ মুসলিম পাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী প্রমুখ।
    সভাশেষে স্বতঃস্ফূর্তভাবে কণ্ঠভোটে মুন্সেফপাড়া মহল্লা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি পদে অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার ও সাধারণ সম্পাদক আঃ মোতালেব মিলনকে নির্বাচিত করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।