বানিয়াচোঁ জেবি উবির ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন


শাহরাস্তি উপজেলার বনিয়াচোঁ জেবি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ৪ ফেব্রুয়ারি সোমবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে ২ জন মহিলা সদস্যসহ মোট ১৩ জন অভিভাবক সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। জানা যায়, নির্বাচনে সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত ৩শ’ ৩৪ জন অভিভাবকের মধ্যে ২শ’ ৩০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আহমেদ উল্যাহ (ব্যালট নং ০৪) ১১৯ ভোট পেয়ে ১ম, দেলোয়ার হোসেন (ব্যালট নং-০৭) ১০৭ ভোট পেয়ে ২য়, বিল্লাল হোসেন (ব্যালট নং-০৮) ১০২ ভোট পেয়ে ৩য় ও বিল্লাল হোসেন (ব্যালট নং ০৯) ৯৪ ভোট পেয়ে ৪র্থ অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হন। মহিলা অভিভাবক সদস্য পদে আলেয়া বেগম ১শ’ ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ চৌধুরী। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান ভূঁইয়া।