কচুয়ায় ইউনিয়ন পর্যায়ে শুদ্ধস্বরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৯
নিজস্ব প্রতিবেদক


কচুয়ায় ইউনিয়ন পর্যায়ে শুদ্ধস্বরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে অনুষ্ঠিত এই প্রতিয়োগিতায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। ক, খ ও গ গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপে কলেজ ও সমমানের মাদ্রাসা, ‘খ’ গ্রুপে মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রাসা এবং ‘গ’ গ্রুপে প্রাথমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রাসা, কিন্ডারগার্টেন ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিটি প্রতিযোগিতা কেন্দ্রে গিয়ে এ প্রতিযোগিতা পর্যবেক্ষণ করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ। তাঁর সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে।