চাঁদপুরে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভা অনুষ্ঠিত


বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার কার্যকরী পরিষদের সভা ৪ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৫টায় সাহিত্য একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে সদ্য প্রয়াত বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি পীযূষ কান্তি রায় চৌধুরীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কেএম মাসুদের সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডাঃ পীযূষ কান্তি বড়–য়া, প্রয়াত পীযূষ কান্তি রায় চৌধুরীর ছোট ভাই রুপন রায় চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবু সায়েম, সহ-সভাপতি উজ্জ্বল হোসাইন, মুহাম্মদ আলমগীর, মুক্ত পীযূষ, কার্যকরী সদস্য আমির হোসেন বাপ্পি, দীপক ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, প্রচার সম্পাদক ফরিদ হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বর্ণ চক্রবর্তী, সদস্য গোলাম হোসেন রাব্বি, নূরে আলম পাটওয়ারী প্রমুখ। সভায় সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত পীযূষ কান্তি রায় চৌধুরীর স্মরণ সভা করার লক্ষ্যে উদ্যাপন পরিষদ গঠন করা হয়। এছাড়াও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জেলা প্রশাসনের আয়োজনে একুশে বই মেলার অনুষ্ঠানে অংশগ্রহণ করা সিদ্ধান্ত নেয়া হয়।