• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

পাচারের অভিযোগে চাল জব্দ

প্রকাশ:  ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাতিয়ার খাদ্য গুদামের জন্যে বরাদ্দকৃত চাল চাঁদপুর থেকে সংগ্রহ করার সময় অবৈধভাবে পাচার সন্দেহে পুলিশ একটি চালান জব্দ করলেও কর্তৃপক্ষ সরকারি বরাদ্দপত্রের কাগজ দেখালে সেগুলো ছেড়ে দিয়েছে পুলিশ। গত শুক্রবার সকালে চাঁদপুর শহরের ব্যবসায়িক এলাকা পুরাণবাজার চালপট্টিতে এবং ভূঁইয়ারঘাট সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে।
পুরাণবাজার পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম জানান, সরকারি চাল পাচারের খবর পেয়ে আমি ও চাঁদপুর মডেল থানার এএসআই রেজাউলসহ সঙ্গীয় ফোর্স মক্কা ট্রেডার্সের চালের বস্তাগুলো প্রাথমিকভাবে জব্দ করি। পরে তারা তাদের বৈধ কাগজপত্র দেখালে আমরা চলে আসি।
স্থানীয় চাল ব্যবসায়ী স্বপন, আলাউদ্দিন ও সুজন সাহা জানান, চাঁদপুর থেকে হাতিয়ার ব্যবসায়ীরা সবসময় চাল কিনে নেয়। এ বছর সেখানকার কিছু ব্যবসায়ী রাইস মিলের নামে সরকারের আমন সংগ্রহের ক্রয়ের বরাদ্দ পেয়েছে। সেই ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে চাঁদপুরের মিলের মোটা এবং স্বচ্ছ কয়েক হাজার বস্তা চাল ক্রয় করেন। সে চাল সরকারের খাদ্য অধিদপ্তর থেকে সরবরাহকৃত ৩০ কেজি ও ৫০ কেজি পরিমাণের পাটের বস্তায় ভরে আমাদের কাছ থেকে খরিদ করা ব্যবসায়ীরা চালগুলো নিয়েছে।