• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

পুরাণবাজারের প্রধান তিনটি সড়কের উন্নয়ন কাজ চলছে

প্রকাশ:  ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 দীর্ঘদিন পর চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরাণবাজার এলাকার সমস্যাচিহ্নিত প্রধান তিনটি সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। চাঁদপুর পৌরসভার ইউজিআইআইপি-৩ প্রকল্পের আওতায় সড়ক তিনটিতে ভিটুমিন দিয়ে ড্রেন্স কার্পেটিং করা হচ্ছে। সড়ক তিনটি হচ্ছেÑপুরাণবাজার নিতাইগঞ্জ রোড, মেরকাটিজ রোড এবং দাসপাড়া থেকে তাজু হাজী বাড়ি পর্যন্ত সড়ক। সংস্কার কাজ তদারকি করছেন চাঁদপুর পৌরসভার ইউজিআইআইপি-৩ প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মাসুদ পারভেজ ও শারমিন সুলতানা।
উপ-সহকারী প্রকৌশলী শারমিন সুলতানা জানান, সমস্যাচিহ্নিত তিনটি সড়কে ড্রেন্স কার্পেটিং করা হচ্ছে। আমরা নিজেরা উপস্থিত থেকে তদারকির মাধ্যমে মানসম্মত ভালো কাজ আদায় করে নিচ্ছি। তিনি আরও জানান, পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকলে সহসা এসব রাস্তার খুব একটা সমস্যা হয় না। রাস্তার উপর পনি জমে থাকলে কার্পেটিং উঠে যায়। ইউজিআইআইপি-৩ প্রকল্পের আওতায় এ তিনটি রাস্তার কাজ হচ্ছে বলে তিনি জানান।
এদিকে বর্ষার আগেভাগে এই তিনটি রাস্তার সংস্কার কাজ করায় পুরাণবাজারবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা পৌর মেয়র তথা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে।
উল্লেখ্য, এর আগে পুরাণবাজারের বাজার এলাকায় নতুন আরসিসি ড্রেনসহ রাস্তা পাকাকরণ কাজ সম্পন্ন করা হয়। লোহারপুল ছৈয়াল বাড়ি হতে পশ্চিম শ্রীরামদী ও মধ্য শ্রীরামদীর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনেও ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে।