• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মানিক পাটওয়ারী বেঁচে নেই, দাফন সম্পন্ন

প্রকাশ:  ৩১ জানুয়ারি ২০১৯, ১০:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি মোঃ মানিক পাটোয়ারী (৪৫) বেঁচে নেই। গতকাল বুধবার রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.....রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪২ বছর। তিনি বৃদ্ধ মা, স্ত্রী, ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শহরের পীর বাদশা মিয়া রোডস্থ পাটওয়ারী বাড়ি মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হযেছে। মানিক পাটওয়ারী মরহুম ওসমান পাটওয়ারীর ছেলে।
    নিহতের সহোদর মোঃ খোরশেদ আলম পাটওয়ারী জানান, সড়ক দুর্ঘটনায় পা আর বুকের হাড় ভাঙ্গা নিয়ে মারাত্মক আহত মানিক পাটওয়ারীকে ঢাকা মেডিকেল কলেজ থেকে উত্তরার আরএমসি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। দুর্ঘটনার আঘাতের পাশাপাশি পূর্ব থেকে ডায়াবেটিসের রোগী মানিক পাটওয়ারীকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৩ দিন কিডনি ডায়ালসিস করা হয়েছিলো। কিন্তু এদিন দুপুরের কিছু পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
    এদিকে একই দুর্ঘটনায় আহত একুশে টিভির জেলা প্রতিনিধি মোঃ নেয়ামত হোসেন রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
    উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি বুধবার বাংলা টিভির জেলা প্রতিনিধি মোঃ মানিক পাটওয়ারী ও একুশে টিভির জেলা প্রতিনিধি মোঃ নেয়ামত হোসেন হাজীগঞ্জ যাওয়ার পথে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মারাত্মক আহত হন।

   

সর্বাধিক পঠিত