আক্কাছ আলী রেলওয়ে একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায়


আক্কাছ আলী রেলওয়ে একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াস, অবসরপ্রাপ্ত কর্নেল ড. মোঃ শাহাদাত হোসেন শিকদার, শাহআলম মল্লিক, আঃ মালেক মোল্লা, মোঃ মজিবুর রহমান, কৃষ্ণ চন্দ্র দাস ও শামসুর নাহার। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ আহমেদ পাটোয়ারী, মরিয়ম বেগম, ফেরদৌসী সুলতানা, আবুল কাশেম, অনিমা জেসমিন, বদরুনেছা বীথী, মোঃ শাহাদাত হোসেন, শিউলি রানী আচার্যী, আসমা আহমেদ চৌধুরী, মোঃ জাকির হোসেন ও একেএম শামছুদ্দিন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওঃ মোঃ ইমরান হোসেন।