• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

সিলেটে রোটারী কনফারেন্সে চাঁদপুর রোটারী ক্লাবের ২৬ জন অংশ নিচ্ছেন

প্রকাশ:  ৩১ জানুয়ারি ২০১৯, ১০:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সিলেটে অনুষ্ঠিতব্য রোটারী জেলা কনফারেন্সে চাঁদপুর রোটারী ক্লাবের ২৬ জন সদস্য অংশ নিচ্ছেন। আগামীকাল শুক্রবার সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দু’দিনব্যাপী কনফারেন্স অনুষ্ঠিত হবে।
    কনফারেন্সের চেয়ারম্যান রোটাঃ শামছুল হক দীপু জানান, কনফারেন্সে সারাদেশের প্রায় দেড় হাজার রোটারিয়ান অংশ নিচ্ছেন। আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন।
    এই কনফারেন্সে চাঁদপুর রোটারী ক্লাবের যে ২৬ জন সদস্য নিচ্ছেন তারা হচ্ছেন : প্রেসিডেন্ট রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ শেখ মঞ্জুরুল কাদের সোহেল, সহ-সভাপতি রোটাঃ নাসির খান, রোটাঃ সূর্য কুমার নাথ ও রোটাঃ শাহেদুল হক মোর্শেদ, সেক্রেটারী রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, রোটাঃ অ্যাডঃ পলাশ মজুমদার ও রোটাঃ মোঃ মোস্তফা (ফুল মিয়া), ডিরেক্টর (ভোকেশনাল সার্ভিস) রোটাঃ উজ্জ্বল হোসাইন, ডিরেক্টর (কমিউনিটি সার্ভিস) রোটাঃ মাহবুবুর রহমান সুমন, ডিরেক্টর (ইন্টারন্যাশনাল সার্ভিস) রোটাঃ নাজিমুল ইসলাম এমিল, ডিরেক্টর (ইয়ুথ সার্ভিস) রোটাঃ রফিকুল ইসলাম, সার্জেন্ট-এট-আর্মস রোটাঃ গোপাল সাহা ও রোটাঃ শাহানা ইসলাম, পিপি রোটাঃ তমাল কুমার ঘোষ, রোটাঃ পিপি অধ্যাপক মোঃ জাকির হোসেন, রোটাঃ পিপি প্রফেসর গোলাম মোস্তফা, রোটাঃ হাবিবুর রহমান পাটওয়ারী, রোটাঃ সদরুদ্দীন, রোটাঃ অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, রোটাঃ সাব্বির আজম, রোটাঃ হিরেন্দ্র দেবনাথ, রোটাঃ জুয়েল হাসান এবং রোটাঃ কাজী মিজানুর রহমান ও তার স্ত্রী।