চাঁদপুরে রোটারী জেলা পিকনিক : রিভার ক্রুজ
আবাসন ও ট্রান্সপোর্ট, কালচারাল, হেলথ এবং র্যাফেল ড্র কমিটির সভা


রোটারী জেলা পিকনিক ও রিভার ক্রুজ ‘মেঘনা বিলাস’-এর আবাসন ও ট্রান্সপোর্ট, কালচারাল, হেলথ এবং র্যাফেল ড্র কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে পর্যায়ক্রমে চাঁদপুর রোটারী ভবনে সভাগুলো অনুষ্ঠিত হয়।
প্রথমে বিকেল সাড়ে ৪টায় রোটারী জেলা পিকনিকের আবাসন ও ট্রান্সপোর্ট কমিটির আহ্বায়ক রোটাঃ মানিক জমাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব রোটাঃ রফিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখছেন রোটারী জেলা পিকনিকের চীফ কো-অর্ডিনেটর রোটাঃ পিপি কাজী শাহাদাত, রোটারী জেলা-৩২৮২ (বাংলাদেশ)-এর পিকনিক কমিটির চেয়ারম্যান রোটাঃ পিপি শেখ মনির হোসেন বাবুল, সদস্য সচিব রোটাঃ পিপি অধ্যাপক মোঃ জাকির হোসেন, রোটাঃ পিপি ডাঃ মোঃ একিউ রুহুল আমিন, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, সেক্রেটারী রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, রেজিস্ট্রেশন কমিটির চেয়ারম্যান রোটাঃ পিপি জামাল হোসেন, ফুড কমিটির চেয়ারম্যান রোটাঃ পিপি হাজী আবুল কাশেম গাজী, আবাসন ও ট্রান্সপোর্ট কমিটির যুগ্ম আহ্বায়ক রোটাঃ শাহেদুল হক মোর্শেদ, রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বডুয়া, রোটাঃ নাছির খান, রোটাঃ মঞ্জুরুল কাদের সোহেল, রোটাঃ পিপি শাবে বরাত সরকার, রোটাঃ পিপি মফিজ উদ্দিন সরকার, রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী, রোটাঃ পলাশ মজুমদার, রোটাঃ হীরেন্দ্র দেবনাথ, রোটাঃ নূরুল আমিন খান আকাশ, রোটাঃ আফরোজা খাতুন মেরী, রোটাঃ শাহানা ইসলাম, রোটাঃ রহিমা বেগম কল্পনা প্রমুখ।
কালচারাল কমিটির আহ্বায়ক রোটাঃ নাছির খানের সভাপতিত্বে ও সদস্য সচিব রোটাঃ পলাশ মজুমদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখছেন যুগ্ম আহ্বায়ক রোটাঃ আফরোজা খাতুন মেরীসহ অন্য সদস্যবৃন্দ।
হেলথ কমিটির আহ্বায়ক রোটাঃ ডাঃ মোঃ একিউ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখছেন সদস্য রোটাঃ খোরশেদ আলম পাওয়ারী।
সবশেষে র্যাফেল ড্র কমিটির আহ্বায়ক রোটাঃ পিপি মফিজ উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব রোটাঃ মঞ্জুরুল কাদের সোহেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখছেন যুগ্ম আহ্বায়ক রোটাঃ পিপি শবে বরাত সরকার, রোটাঃ নাছির খান, সদস্য রোটাঃ রহিমা বেগম, রোটাঃ শাহানা ইসলাম প্রমুখ।
সভাগুলোতে রোটারী জেলা পিকনিক মেঘনা বিলাস সফল করতে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি চাঁদপুরে রোটারী জেলা-৩২৮২ (বাংলাদেশ)-এর পিকনিক ও নদী ভ্রমণ ‘মেঘনা বিলাস’ অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জেলার রোটারিয়ান ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেবেন। পিকনিক ও নদী ভ্রমণ ‘মেঘনা বিলাস-২০১৯’ আয়োজন করছে চাঁদপুর ও চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব।