• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাইমচর দুর্গাপুর উবির বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হতে হবে : নূর হোসেন পাটওয়ারী

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০১৯, ১১:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাইমচর আলগীবাজারস্থ দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন  পাটওয়ারী বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হতে হবে। খেলাধুলার মাধ্যমে শরীর-স্বাস্থ্য ভালো থাকে। স্বাস্থ্য ভালো থাকলেই লেখাপড়ায় মন বসে। বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার চায় খেলাধুলা ও সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমে সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত জাতি গঠন করতে। আমাদের সাংসদ মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি খেলাধুলা ও সুস্থ সংস্কৃতিচর্চার উপর গুরুত্ব দিয়েছেন।
গত ২৬ জানুয়ারি শনিবার বিকেল ৩টায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনের সভাপ্রধানে ও সহকারী শিক্ষক আঃ রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন। বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক প্রধান শিক্ষক মোঃ নূরুল আমিন পাটওয়ারী, মোঃ শফিকুর রহমান পাটওয়ারী, মোঃ জহিরুল ইসলাম মাঝি, মহিলা সদস্য কামরুন্নাহার পাখি, ৭নং মডেল সপ্রাবির প্রধান শিক্ষক ইকবাল হোসেনসহ ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে প্রধান অতিথি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।