মতলব উত্তরে কাব ক্যাম্পুরী সমাবেশে ইউএনও শারমিন আক্তার
ভবিষ্যৎ প্রজন্মের চরিত্রগঠনে দেশের সব বিদ্যালয়ে স্কাউটস্ আন্দোলন শুরু করতে হবে


মতলব উত্তর উপজেলা কমপ্লেক্স মাঠে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সমাপনী দিনে আলোচনা সভা ও সনদ বিতরণ করা হয়। উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁঞার সভাপ্রধানে ও উপজেলা কাব লিডার মোঃ শাহজাহানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুর-এর কমিশনার অজয় ভৌমিক, স্কাউটস্ জেলা সহকারী পরিচালক দয়াময় হালদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়া, আনন্দ টিভির সাংবাদিক এইচএম ফারুক, উপজেলা ক্যাম্পুরী চীফ সুখরঞ্জন বিশ্বাস। উপস্থিত ছিলেন ক্যাম্পুরী প্রোগ্রাম চীফ তহমিনা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোজাম্মেল হক, ঘনিয়ারপাড় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, সহকারী শিক্ষক আক্তার হোসেন, মোঃ হুমায়ুন কবীর, শ্যামল চন্দ্র বাড়ৈই প্রমুখ। সভাশেষে কাব কমান্ডার ও কাব শিশুদের মাঝে সনদ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, ভবিষ্যৎ প্রজন্মের চরিত্রগঠনে দেশের সব বিদ্যালয়ে স্কাউটস্ আন্দোলন শুরু করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকে মানুষের জন্যে ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে উঠলে দেশ এগিয়ে যাবে। এতে ছেলে-মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠবে, যা তাদের চরিত্রগঠনেও বিরাট অবদান রাখবে। কাব দলের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমরা নেতৃত্বের গুণাবলি অর্জন করবে, দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করবে।