• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সরকারি মহিলা কলেজে জীবনদীপের স্বেচ্ছায় রক্তের গ্রুপ নির্ণয়

সামাজিক দায়বদ্ধতা থেকে সকলের সেবামূলক কাজ করা উচিত : অধ্যক্ষ প্রফেসর কায়সার আহমেদ

প্রকাশ:  ২৮ জানুয়ারি ২০১৯, ০৯:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মানব উন্নয়ন সেবামূলক প্রতিষ্ঠান অনলাইন রক্তদাতা গোষ্ঠী জীবনদীপের পরিচালনায় স্বেচ্ছায় রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ জানুয়ারি রোববার সকালে চাঁদপুর সরকারি মহিলা কলেজে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কায়সার আহমেদ। তিনি জীবনদীপের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, জীবনদীপ মানবতার কল্যাণে যে কাজ করছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এজন্যে অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদারকে আমি ধন্যবাদ জানাই। তিনি একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে সকল মানুষকেই তার সামর্থ্য অনুযায়ী সমাজের জন্যে সেবামূলক কাজ করা উচিত। তিনি বলেন, রক্তদান একটি মহৎ কাজ। যে কাজ অর্থ দিয়ে করা যায় না, চাইলেই যে কোনো ব্যক্তি একজন অপরজনকে রক্ত দিয়ে সহযোগিতা করতে পারেন না। এ সহযোগিতা তখনই করা সম্ভব হয়, যখন উভয়ের রক্তের গ্রুপ এক হয়। আমাদের সকলের উচিত নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানা। যদি তা জানা থাকে তাহলে আমরা নিজেরা যেমন উপকৃত হবো, তেমনি আমার দ্বারা অপর ব্যক্তিও উপকৃত হবে যদি আমার মনমানসিকতা ভালো থাকে। তিনি সকলকে  রক্তের গ্রুপ সম্পর্কে জ্ঞাত হওয়ার আহ্বান জানান এবং রক্তের অভাবে যাতে কেউ বিপদগ্রস্ত না হয়  সে ব্যাপারে সকলকে সচেতন থাকার অনুরোধ জানান। জীবনদীপের প্রতিষ্ঠাতা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার সংগঠনের কার্যক্রম পরিচালনায় জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এ সংগঠন কোনো বিশেষ গোষ্ঠী বা মানুষের জন্যে প্রতিষ্ঠিত হয়নি। আমি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সকলের জন্যে কাজ করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন।
    অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সমাজকল্যাণ ও সেমিনার বিষয়ক সম্পাদক অ্যাডঃ খোরশেদ আলম শাওন, চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী, চাঁদপুর ভ্যাকসিন সেন্টারের পরিচালক মোঃ মুকবুল আহমেদ, ই-হক কোচিং সেন্টারের পরিচালক মৃদুল কান্তি দাস, জেলা জুয়েলারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, জীবনদীপের সদস্য মোঃ ইসমাইল খান বাদল, মমিন পাটওয়ারী লিটন, রেড ক্রিসেন্ট সদস্য সুমাইয়া আক্তার লিমন, স্কাউট সদস্য সালমা আক্তার পিংকী, ইসরাত জাহান, আশ্রাফুল ইসলাম, হাফেজ মোঃ ইয়াছিন, রোভার স্কাউটের সাইফুল ইসলাম প্রমুখ। এদিন স্বতঃস্ফূর্তভাবে কলেজের প্রায় ৪শ’ ছাত্রী তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে। উল্লেখ্য, জীবনদীপ প্রতিষ্ঠালগ্ন থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানসহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে জেলাবাসীর মাঝে ব্যাপক পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে।