মৈশাদী ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ


চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে দরিদ্রদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রজেক্ট ও চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে দরিদ্রদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। গত ২৬ জানুয়ারি শনিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চক্ষু শিবির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য মোঃ নূরুল ইসলাম নূরু পাটওয়ারী। চক্ষুশিবির আয়োজনের অর্থায়ন করেন মিসেস হাসনীন মুক্তাদির। সার্বিক সহযোগিতা করেন সমাজসেবক মোছলেহ উদ্দিন ঢালী দুলাল। রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ডাঃ আনোয়ার হোসেন শেখ ও মেডিকেল অফিসার ডাঃ হানিফুর রহমান। এ সময় সিনিয়র সমাজসেবা কর্মকর্তা আবু জাফরসহ সংশিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিন ৫ শতাধিক নারী ও পুরুষ চিকিৎসাসেবা নিয়েছেন।