• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

গাজীরবাজারে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন, শীতবস্ত্র ও টিউবওয়েল বিতরণ

প্রকাশ:  ২৮ জানুয়ারি ২০১৯, ০৯:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

স্বেচ্ছাসেবী সংস্থা ‘অসহায় মা ও শিশু উন্নয়ন’ প্রতিষ্ঠানের উদ্যোগে হাইমচরের গাজীরবাজারে অসহায় ও দুঃস্থদের মাঝে সেলাই মেশিন, শীতবস্ত্র ও টিউবওয়েল বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেলে গাজীরবাজার মাঠে এসব সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার সমর কান্তি বসাক। তিনি বলেন, প্রত্যেক সামর্থ্যবান মানুষের উচিৎ গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। প্রত্যেক ধর্মেই বলা হয়েছে মানুষের সেবা করা মহামূল্যবান কাজ। ডিডিএমসিএস একটি স্বেচ্ছাসেবী ও সমাজসেবা সংগঠন হিসেবে হাইমচরের গাজীরবাজার এলাকার মানুষের মাঝে সেলাই মেশিন, শীতের পোশাক ও টিউবওয়েল বিতরণের যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি সমাজের বিত্তবানরা গরিব-দুঃখী মানষের পাশে এসে দাঁড়ালে সমাজে আর কেউ অবহেলিত থাকবে না।
    অনুষ্ঠানে ডিডিএমসিএস-এর চেয়ারম্যান ফাতিমা রহমান পাটওয়ারীর সভাপ্রধানে ও যুবলীগ নেতা মজিব খানের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট-এর সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ শফিকুর রহমান পাটওয়ারী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মনির হোসেন দুলাল পাটওয়ারী, কেভিএন উবির প্রধান শিক্ষক মোঃ নূরুল আমিন, ইউপি সদস্য আলমগীর তহবিলদার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি। পরে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সকল দুঃস্থের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
    এ সময় সংগঠনের চেয়ারম্যান ফাতিমা রহমান বলেন, আমরা ইতিপূর্বে ঢাকার বিভিন্ন এলাকায় দুঃস্থদের মাঝে সহযোগিতা করেছি। আগামীদিনে হাইমচরের প্রত্যেকটি এলাকায় এভাবে সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।