কচুয়ায় তাজেদারে মদিনা সুন্নিয়া মাদ্রাসার উদ্বোধন


কচুয়া পৌরসভার বিশ্বরোডে অবস্থিত তাজেদারে মদিনা সুন্নিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। গত ২৫ জানুয়ারি শুক্রবার প্রবাসী আহলে সুন্নাত ওয়াল জামাআত-এর সহযোগিতায় প্রতিষ্ঠিত এ মাদ্রাসার উদ্বোধন করেন এনায়েতপুর দরবার শরীফের পীর আলহাজ্ব গোলাম গাউস আল-কাদেরী। মাদ্রাসার সভাপতি মোঃ সোলাইমান মিয়াজীর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার উপদেষ্টা আলহাজ্ব মাওলানা আলমগীর শাহ আল-কাদেরী, আবু জাফর তাহেরী, আলহাজ্ব মফিজুল ইসলাম আল-কাদেরী, শাহজালাল প্রধান আল-কাদেরী, ফখরুদ্দিন, মোঃ জাকির হোসেন বাটা, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাসুদ হোসাইন, ওমর ফারুক শাহপুরী প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এনায়েতপুর দরবার শরীফের পীর আলহাজ্ব গোলাম গাউস আল-কাদেরী। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।