• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ৪৮ মাদক বিক্রেতা ও সেবনকারীর আত্মসমর্পণ

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০১৯, ০৯:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

এবার মাদক বিক্রেতা ও মাদকসেবীদের আত্মসমর্পণ কার্যক্রম শুরু করেছে চাঁদপুর জেলা পুলিশ। বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি ও কমিউনিটি পুলিশিং কর্মকর্তাদের সমন্বয়ে এবং মধ্যস্থতায় এ আত্মসমর্পণ প্রক্রিয়া শুরু করে পুলিশ। এ প্রক্রিয়ার প্রথমদিন গতকাল ২৬ জানুয়ারি মাদকের সাথে সম্পৃক্ত এবং মাদক মামলার আসামী এমন ৪৮ জন আত্মসমর্পণ করেছে। এরা সবাই চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ বিষ্ণুদী, মাঝিবাড়ি, প্রফেসরপাড়া ও তালতলা এলাকার বাসিন্দা। এরা তাদের অপরাধ বুঝতে পেরে গণ্যমান্যদের মধ্যস্থতায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করে।
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে গতকাল ২৬ জানুয়ারি শনিবার সকালে চাঁদপুর মডেল থানায় মাদক, নারী-নির্যাতন, ইভটিজিং ও জঙ্গিবাদ প্রতিরোধে এ আত্মসমর্পণ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আত্মসমর্পণ প্রক্রিয়ার প্রধান পৃষ্ঠপোষক চাঁদপুরের পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম বলেন, আমাদের যুদ্ধ মাদক ও দুর্নীতির বিরুদ্ধে। এ দুটি অপরাধ নির্মূল করা আমাদের বড় চ্যালেঞ্জ। মাদক নির্মূলের জন্যে যা যা করা দরকার আমরা তাই করবো। কোনো মাদক ব্যবসায়ী যদি পুলিশের এ অভিযানকে চ্যালেঞ্জ করে মাদক বিক্রি অব্যাহত রাখে, তাহলে তাদের ছাড় নেই। আর যদি তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে তাহলে পুলিশ তাদের আইনি সহযোগিতা দেবে। এ ব্যাপারে সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কঠোর অবস্থানে। সুতরাং আমরা জনগণকে সাথে নিয়ে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করবো। তিনি আরো বলেন, চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সারাদেশের জন্যে একটি মডেল। এ কমিউনিটি পুলিশিংয়ের জন্যেই আমাদের আজকের আত্মসমর্পণ সমাবেশ করার সুযোগ হয়েছে। চাঁদপুরের কমিউনিটি পুলিশিংকে নতুনভাবে আরো শক্তিশালী করবো।
পুলিশ অফিসারদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, সরিষার মধ্যে ভূত রেখে কাজ করতে চাই না। আমার জানা মতে চাঁদপুরের পুলিশ অফিসাররা ভালো। তবে ভালোর মধ্যে খারাপ থাকতে পারে। আর সেই অপরাধী পুলিশ অফিসার যেই হোক তার ছাড় নেই।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদ পারভেজ চৌধুরীর সভাপ্রধানে ও সহকারী পুলিশ সুপার শাকিলা ইয়াসমিনের সঞ্চালনায় আত্মসমর্পণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নসিম উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্র ধর,  কমিউনিটি পুলিশিং চাঁদপুর পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল এবং স্বেচ্ছায় আত্মসমর্পণকারীদের অভিভাবক হয়ে তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর মোঃ চাঁন মিয়া মাঝি ও আত্মসমর্পণকারী মোঃ মামুন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬-এর প্রচার সম্পাদক ও জিটি রোড মহল্লা কমিটির সভাপতি মাওঃ মোঃ আবদুর রহমান গাজী। উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মনির আহম্মেদ, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হারুনুর রশিদ, কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিআই) ইন্সপেক্টর আব্দুর রব, নতুন বাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক সিরাজুল মোস্তফা, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুর আহমেদ মঞ্জু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াস, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সূফি খায়রুল আলম খোকন, চাঁদপুর সদর কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, অঞ্চল-১-এর সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরু মিজি, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ জাহাঙ্গীরসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন স্তরের কমিউনিটি পুলিশিং কর্মকর্তা এবং আত্মসমর্পণকারীদের অভিভাবকবৃন্দ।
সমাবেশে পুলিশ সুপার আরো বলেন, সাবেক পুলিশ সুপার শামসুন্নাহার কমিউনিটি পুলিশিং নিয়ে যেভাবে কাজ করেছেন আমি সেভাবে কাজ করছি। যে যেই লেভেলেরই হোক না কেনো, আমি তার কথা মনোযোগ দিয়ে শুনি। আমি প্রতিদিন ৫০ জনের মতো মানুষের সমস্যা শুনি এবং সমাধান করার চেষ্টা করি। আমরা মানুষকে পুলিশবান্ধব করতে কাজ করছি। তিনি আরো বলেন, চাঁদপুর অত্যন্ত ভালো একটি জেলা। এখানে কোনো অপরাধ নিয়ে রাজনৈতিক ব্যক্তিদের তদবির শুনতে হয় না। বরং সবাই আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আর এ জেলায় বড় ধরনের কোনো অপরাধ নেই। যার কারণে আমাকে টেনশনে থাকতে হয় না। মাদকের যে অভিযান শুরু হয়েছে, সেটা সারা জেলায় চলবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, চাঁদপুর থাকবে মাদকের ব্যাপারে শূন্যের কোটায়। প্রধানমন্ত্রী বলেছেন এদেশে মাদক ও দুর্নীতি থাকবে না। আমরাও সেটাই চাই। তিনি আরো বলেন, মাদকের সাথে সম্পৃক্ত যারা আজ আত্মসমর্পণ করেছে, তাদের সাধুবাদ জানাই। আর যারা এ প্রক্রিয়ায় আসেনি, তাদের ব্যাপারে আমাদের কোনো তদবির নেই।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, যারা মাদক ছেড়ে আলোর পথে আসতে চায় তাদের জন্যে আমাদের সহযোগিতা থাকবে। তারা যে কর্ম করতে চায়, সে কর্মের উপর প্রশিক্ষণ দিয়ে আর্থিক সহযোগিতা করা হবে।