জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদককে সেন্ট্রাল রোটারী ক্লাবের শুভেচ্ছা


চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক রোটারিয়ান অ্যাডঃ শাহাদাত হোসেনকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের নেতৃবৃন্দ।
ক্লাবের চলতি রোটারী বর্ষের নিয়মিত ২৫তম সাপ্তাহিক সভায় ক্লাবের পক্ষ থেকে তাকে এ শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান শেখ মনির হোসেন বাবুল, সভাপতি রোটাঃ অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, সাধারণ সম্পাদক রোটাঃ আব্দুল্লাহ আল মামুন, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ প্রফেসর জাকির হোসেন, রোটাঃ আলহাজ¦ আবুল কাশেম গাজী, রোটাঃ হাফিজ মিয়া, বর্তমান কমিটির সভাপতি রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ জামাল হোসেন, রোটাঃ মফিজ সরকার, রোটাঃ শবেবরাত সরকারসহ দু’ রোটারী ক্লাবের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন রোটারিয়ান অ্যাডঃ শাহাদাত হোসেন।