• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ বাজারে ইস্পাহানি টি লিমিটেডের গোডাউনে আগুন

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০১৯, ০৯:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ বাজারে ইস্পাহানি টি লিমিটেডের একটি গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল ২৬ জানুয়ারি শনিবার সকালে ফরিদগঞ্জ শহরের তুলাতলীতে টেলু মিয়ার ভবনের নিচতলায় অবস্থিত গোডাউনে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকাল ৮টার সময় গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোডাউনে থাকা চা পাতা, চিপস্, ট্যাংসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। অগ্নিকা-ের খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে আশপাশের লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। স্থানীয়দের ধারণা এটি নাশকতা হতে পারে। গোডাউনের জানালার উপরে একটি কাঁচ খোলা ছিলো। দুবৃর্ত্তরা হয়ত ওই স্থান দিয়ে অগ্নিকা- ঘটিয়েছে। এদিকে শনিবার ভোর থেকেই ফরিদগঞ্জে বিদ্যুৎ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় সে এলাকা। অগ্নিকা-ের সময়ে গোডাউনটি তালাবদ্ধ ছিল।
এ বিষয়ে কোম্পানীর ডিপো ইনচার্জ এএসএম জিয়াউর রহমান জিয়া এ প্রতিনিধিকে বলেন, গোডাউনে সাড়ে ১৩ লাখ টাকার মালামাল ছিলো। আগুনে প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়। অগ্নিকা-ের খবর পেয়ে পৌর মেয়র মাহফুজুল হক, জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিটু, পৌরসভার কাউন্সিলর মোঃ জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।