• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি এহসানুল হক ফটিক চিরনিদ্রায় শায়িত

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০১৯, ০৯:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি এহসানুল হক ফটিক গতকাল ২৬ জানুয়ারি শনিবার সকাল ৫টা ২০ মিনিটে ঢাকার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না... রাজিউন)। বাদ আসর মতলব উত্তর পাঁচানীতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জানাজাপূর্বক সংক্ষিপ্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয় এবং এটি সঞ্চালনা করেন মরহুমের রাজনৈতিক সহকর্মী মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু। সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, মরহুম এহসানুল হক ফটিকের জ্যেষ্ঠপুত্র এমদাদুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. জালাল উদ্দিনের জ্যেষ্ঠপুত্র ডাঃ ইকরাম উদ্দিন, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী মরহুম নূরুল হুদার জ্যেষ্ঠপুত্র তানভীর হুদা, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ রুহুল আমীন, সাবেক সরকারি কর্মকর্তা আব্দুর রশিদ, মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব উত্তর ইউপি চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি শামছুল হক চৌধুরী বাবুল প্রমুখ।
উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সমাজসেবক মহসীন মিয়া, অধ্যক্ষ জাকির হোসেন জামাল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান ও চেয়ারম্যান আলাউদ্দিন, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ূব আলী গাজী, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল হক সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এমদাদ হোসেন খান, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএমএম সেলিম, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী জাকির হোসেন, ছেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাবেক সাধারণ সম্পাদক মোসলেম খান, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক শোয়েব সরকার, মতলব উত্তর উপজেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান মাস্টার, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি মিয়া মনজুর আমীন স্বপন ও খায়রুল আমীন বেনু, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক অ্যাডঃ ফেরদৌস শাহীন, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আমীর খসরু, মতলব উত্তর উপজেলা যুবদলের সভাপতি রাসেদুল হাসান টিপু, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সভাপতি মুজাহিদুর ইসলাম কিরণ, মতলব ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস রহমত চৌধুরী, মতলব উত্তর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান টিপুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে রাজনৈতিক এ নেতাকে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুলের তোরা দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪ দিন পূর্বে মতলব উত্তর উপজেলা বিএনপির এ সভাপতি এহসানুল হক ফটিক ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতু ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. জালাল উদ্দিনের লুধুয়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং ২১ জানুয়ারি এহসানুল হক ফটিক কারাগার থেকে জামিনে মুক্তি পান।
জেলা বিএনপির শোক
মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি আহসানুল হক ফটিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ সকল যুগ্ম আহ্বায়ক এবং বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা যৌথ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।