• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

রোটারী জেলা পিকনিক-মেঘনা বিলাস-২০১৯-এর চাঁদপুরে মিডিয়া কমিটির সভা

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০১৯, ০৯:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 রোটারী জেলা পিকনিক মেঘনা বিলাস-২০১৯-এর মিডিয়া কমিটির সভা গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর রোটারী ক্লাব ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী জেলা-৩২৮২ (বাংলাদেশ)-এর পিকনিক কমিটির চেয়ারম্যান রোটারিয়ান শেখ মনির হোসেন বাবুল।
রোটারী জেলা পিকনিক কমিটির সদস্য সচিব রোটারিয়ান অধ্যাপক জাকির হোসেনের সভাপ্রধানে ও মিডিয়া কমিটির সদস্য সচিব রোটারিয়ান মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মিডিয়া কমিটির যুগ্ম-আহ্বায়ক রোটারিয়ান অধ্যাপক মফিজুর রহমান রতন, সদস্য রোটারিয়ান অ্যাডঃ ইয়াসিন ইকরাম প্রমুখ।
সভায় আগামি ২২ ফেব্রুয়ারি চাঁদপুরে অনুষ্ঠেয় রোটারী জেলা পিকনিক মেঘনা বিলাস-২০১৯-এর সংবাদ প্রচারে নানা ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে বিভিন্ন পত্রিকায় ক্রোড়পত্র ও বিজ্ঞাপন প্রকাশ এবং স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদক ও টেলিভিশন সাংবাদিকদের সাথে ‘মিট দ্যা প্রেস’-এর আয়োজন করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, আগামি ২২ ফেব্রুয়ারি চাঁদপুরে রোটারী জেলা-৩২৮২ (বাংলাদেশ) এর পিকনিক ও নদী ভ্রমণ ‘মেঘনা বিলাস-২০১৯’ অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জেলার রোটারিয়ান ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেবেন। পিকনিক ও নদী ভ্রমণ ‘মেঘনা বিলাস-২০১৯’ আয়োজন করছে চাঁদপুর ও চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব।