• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বালিয়া উবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বীর মুক্তিযোদ্ধা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০১৯, ০৯:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া, ২০১৮ সালের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ পুরস্কার এবং স্থানীয় ১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের মানসম্মত পাঠদানের জন্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের পুরস্কৃত করা হয়। ২৬ জানুয়ারি শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে তিন পর্বের এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার তাঁর ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেন। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সিরাজুল ইসলাম তালুকদার বলেন, বর্তমান সরকারের সঠিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, তথ্য-প্রযুক্তি, সমাজিক নিরাপত্তাসহ সকল দিকে উন্নতি করছে। কিন্তু কষ্টদায়ক হলেও সত্য, বর্তমান সময়ে আমাদের নতুন প্রজন্মের একটা অংশ মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, তথ্য-প্রযুক্তির অপব্যবহারসহ নানারকম সমাজিক অপরাধে জড়িয়ে যাচ্ছে। বিশেষ করে মাদক আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। আর আমাদের মেয়েদের বাল্যবিয়ে শিকার হয়ে তারা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি আরও বলেন, এ বছর আমরা বিদ্যালয়ের এই অনুষ্ঠানে ১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা জানাচ্ছি। কারণ এই বীর সন্তানেরা নিজেদের জীবন বাজি রেখে আমাদের স্বাধীন মানচিত্র এনে দিয়েছে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে পারবে। এতে করে তাদের মাঝে দেশপ্রেমকে জাগ্রত হবে এবং তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের সর্বোচ্চ সম্মান করতে আরো বেশি করে উদ্বুদ্ধ হবে।     
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মালেক বেপারীর সভাপ্রধানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন। সহকারী শিক্ষক মোঃ মজিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোঃ সানাউল্যাহ খান, মুক্তিযোদ্ধা হামিদ কবিরাজ, বিদোৎসাহী সদস্য ওমর ফারুক তালুকদার, শিক্ষার্থীদের অভিভাবক ইউছুফ মাঝি, অভিভাবক কমিটির সাবেক সদস্য আব্দুল মালেক কাজী ও বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন খান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের চাঁদপুরের গর্ব সদর আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনি শিক্ষামন্ত্রী হয়েছেন। এটা চাঁদপুরবাসীর জন্যে গর্ব ও অহঙ্কারের বিষয়। তিনি চাঁদপুরের সকল ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করেছেন। এখন থেকে আরও বেশি করে আমাদের জন্যে কাজ করার সুযোগ পাবেন। তোমরা যারা শিক্ষার্থী রয়েছো তারাও একদিন বড় হয়ে ডাঃ দীপু মনি মহোদয়ের মতো চাঁদপুরের সম্মান বয়ে আনতে পারবে। সেই লক্ষ্য নিয়ে লেখাপড়া করতে হবে।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন বালিয়া বাজার জামে মসজিদের ইমান মাওঃ ইব্রাহিম খলিল ও বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শাহাদাত হোসেন কাজী। বিদায়ী বাণী পাঠ করেন শিক্ষার্থী সাদিয়া রহমান মিলি। এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য ফারুক আহমেদ কবিরাজ, গাজী মোঃ মিজানুর রহমান, ডাঃ মোঃ হারুনুর রশীদ, আনোয়ার হোসেন গাজী, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম তালুকদারসহ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, নিভৃতচারী দানশীল ও সমাজসেবক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার ঘোষণা দিয়েছিলেন, প্রতিবছর এই বিদ্যালয় থেকে এসএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে পুরস্কৃত করবেন। ধারাবাহিকতা রক্ষায় তিনি প্রতিবছরের মতো এবারও শিক্ষার্থীদের পুরস্কৃত করেন।

 

সর্বাধিক পঠিত