• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

পীযূষ কান্তি রায় চৌধুরীর শ্রাদ্ধ অনুষ্ঠিত

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০১৯, ০৯:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি পীযূষ কান্তি রায় চৌধুরীর শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ জানুয়ারি শাহরাস্তি উপজেলার সাহাপুর চৌধুরী বাড়িতে আয়োজিত শ্রাদ্ধ অনুষ্ঠানে প্রয়াত পীযূষ কান্তি রায় চৌধুরীর সহযোদ্ধা, বন্ধু-বান্ধব, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সদস্য এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। চাঁদপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি তপন সরকার, সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত, মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, ইউপি সচিব নির্মল পাল, ব্যবসায়ী প্রশান্ত সেন, মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু, অনন্যা নাট্যগোষ্ঠীর যুগ্ম সম্পাদক মানিক দাস, শক্ষক আবু সায়েম, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মিঠুন বিশ^াসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পীযূষ কান্তি রায় চৌধুরী শাহরাস্তি উপজেলার সাহাপুর চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৃত স্বদেশ রায় চৌধুরী। তিনি দীর্ঘদিন বাংলাদেশ রেলওয়ে বিভাগে চাকুরি করেছেন। অবসর নিয়ে তিনি চাঁদপুরে শিশু-কিশোরদেরকে শুদ্ধ চর্চায় আবৃত্তি শিক্ষা দানের জন্য বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। গত ১৩ জানুয়ারি তিনি নিজ বাড়িতে একটি অনুষ্ঠানে যোগদান করেন। তিনি সেখানে অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৪ জানুয়ারি সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করেন।