আঞ্জুমানে এশায়াতে সাইফীয়া নক্শবন্দীয়া মুজাদ্দেদীয়া কমিটির কেন্দ্রীয় কাউন্সিল
জঙ্গিবাদ সন্ত্রাস মাদক বাল্যবিবাহ ও দুর্নীতিসহ নানা বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে হবে : সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি


‘একজন জনপ্রতিনিধি হিসেবে আমাকে সৎ ও ন্যায় নিষ্ঠ থাকতে হবে। কারো প্রতি অনুরাগ ও বিরাগ হওয়া চলবে না। তবেই আমি ফরিদগঞ্জ উপজেলার সাড়ে ৫ লাখ মানুষের সেবা করতে সক্ষম হবো। একইভাবে আলেম সমাজের কাছে আমাদের অনেক কিছু শেখার ও জানা রয়েছে। আলেম সমাজকে ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন এবং সমাজের নেতৃত্বদানকারী হিসেবে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সসহ নানা বিষয়ে বর্তমান সরকারের ভিশন সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে। কারণ, ইসলাম সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদককে সমর্থন করে না। তাই এ ধর্মের শান্তির বাণী সবার কাছে পৌঁছে দিতে হবে। এজন্যে মসজিদ-মাদ্রাসাসহ প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে এসব বিষয়ে তুলে ধরতে আপনাদের ভূমিকা নিতে হবে। তবেই আমরা জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা তৈরিতে সমর্থ হবো। ইতিমধ্যেই বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সে লক্ষ্য নিয়ে দৃঢ় চিত্তে এগিয়ে চলছেন’।
গতকাল ২৫ জানুয়ারি শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সকদী রামপুর চান্দ্রা দরবার শরীফে আঞ্জুমানে এশায়াতে সাইফীয়া নক্শবন্দীয়া মুজাদ্দেদীয়া কমিটির কেন্দ্রীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রখ্যাত সাংবাদিক এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এ কথা বলেন। এর আগে কাউন্সিলের উদ্বোধন করেন ভারতের রামপুর দরবার শরীফের পীর হাফেজ মোহাম্মদ আতিকুল্লাহ খান নক্শবন্দী মুজাদ্দেদী।
চান্দ্রা দরবার শরীফের পীরে কামেল মুফতিয়ে আহলে সুন্নাত হযরতুল আল্লামা ড. সৈয়দ মোঃ হুজ্জাতুল্লাহ্ নক্শবন্দী মুজাদ্দেদী (মাঃজিঃআঃ)-এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদায়ে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক ডাঃ ইসমাইল হোসেন সিরাজী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, চাঁদপুর আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান, ড. আব্দুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা, ড. কামরুল হাসান, ইউনুছ আলী মোল্লা, প্রকৌশলী মাহফুজুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুন অর রশিদ সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর, মাওঃ কবির ওসমানী, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য খাজে আহাম্মেদ মজুমদার, আওয়ামী লীগ নেতা জি এম তাবাচ্চুম প্রমুখ। সবশেষে আঞ্জুমানে এশায়াতে ছাইফীয়া নক্শবন্দী মুজাদ্দেদীয়া কেন্দ্রীয় কমিটির নতুন পর্ষদের নাম ঘোষণা করা হয়। এতে সৈয়দ শাহ মোহাম্মদ হুজ্জাতুল্লাহ নক্শবন্দীকে সভাপতি এবং ড. কামরুল হাসানকে মহাসচিব করা হয়।