ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির উদ্যোগে কম্বল বিতরণ
বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করতে হবে : জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু


ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির পক্ষ থেকে অসহায়, দুঃস্থ ও গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল ২৫ জানুয়ারি শুক্রবার সকালে সদর উপজেলার বাগাদী-নানুপুর চৌরাস্তা এলাকায় সমিতির পক্ষ থেকে চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে সহ¯্রাধিক কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন এবং বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ জে আর ওয়াদুদ টিপু।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সমাজে অনেক বিত্তবান রয়েছেন যাদের টাকা আছে, কিন্তু দানের মনমানসিকতা নেই। অসহায় মানুষের পাশে সরকারের একার পক্ষে দাঁড়ানো সম্ভব নয়। যার যার অবস্থান থেকে সকলের এগিয়ে আসা প্রয়োজন। আর বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মনমানসিতা তৈরি করতে হবে। এ সংগঠনটি সেবার মানসিকতা নিয়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আগামীতে এ ধরনের সেবামূলক কাজে আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।
তিনি আরো বলেন, সাংবাদিক রোকন সবসময় জনকল্যাণ কাজে নিবেদিত থাকেন। তিনি স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসাসহ মানবকল্যাণ কর্মকা-ে নিয়োজিত থাকেন। আমি তার আয়োজনে অনেক সেবামূলক কর্মকা-ে এসেছি। আমি তার মঙ্গল কামনা করি।
ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক ও চাঁদপুরজমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, সদস্য আইয়ুব আলী বেপারী ও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহম্মেদ কাকন।
বক্তব্য রাখেন ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সহ-সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোঃ বিল্লাল হোসেন লিজন পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে সমিতির সাংগঠনিক সম্পাদক আহসানুল হক টিটু, মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা জামান, সদস্য মোঃ মিল্টনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাশেষে প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ অসহায়, দুঃস্থ ও গরিব শীতার্তদের মাঝে সহ¯্রাধিক কম্বল বিতরণ করেন।