জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদককে রোটারী ক্লাবের শুভেচ্ছা


চাঁদপুর রোটারী ক্লাবের সদস্য অ্যাডঃ শাহাদাত হোসেন জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রোটারী ক্লাবের নেতৃবৃন্দ। গতকাল ২৫ জানুয়ারি শুক্রবার চাঁদপুর রোটারী ক্লাবের নিয়মিত ২৩৩৬ তম সাপ্তাহিক সভায় রোটাঃ অ্যাডঃ শাহাদাতকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, রোটাঃ প্রফেসর জাকির হোসাইন, রোটাঃ আলহাজ¦ আবুল কাশেম গাজী, ক্লাবের বর্তমান সভাপতি রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ শেখ মনির হোসেন বাবুলসহ ক্লাবের সদস্যরা।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে রোটাঃ অ্যাডঃ শাহাদাত হোসেন জয়লাভ করেন।