রূপসা জমিদার বাড়িতে ৩৩তম বার্ষিক ওয়াজ মাহফিল


হযরত কেরামত আলী জৈনপুরী (রঃ) ও তাঁর নাতি হযরত মাওঃ মোহাম্মদ আনোয়ার হোসেন ছিদ্দিকি জৈনপুরী (রঃ) স্মরণে গত বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জের রূপসা জমিদার বাড়িতে ৩৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন হযরত মাওঃ মোহাম্মদ শোয়েব আহমেদ ছিদ্দিকী জৈনপুরী। মাহফিলে সন্তোষপুর দরবার শরীফের পীরে কামেল আলহাজ¦ হযরত মাওঃ শাহ মোহাম্মদ আবদুল করিম, আলহাজ¦ হযরত মাওঃ ছালামত উল্যা, মাওঃ মোহাম্মদ শরীফ হোসেন, আলহাজ¦ মাওঃ ফজলুল করিম, মাওঃ মোহাম্মদ জাকির হোসেন, হাফেজ আবুল কাশেম, মাওঃ মোহাম্মদ মনোয়ার হোসেনসহ আলেম-ওলামাগণ কোরআন ও হাদিসের আলোকে বয়ান রাখেন। মাহফিল শেষে আখেরী মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনাসহ এলাকাবাসীর জন্যে দোয়া করেন হযরত মাওঃ মোহাম্মদ শোয়েব আহমেদ ছিদ্দিকী জৈনপুরী। মাহফিলে উপস্থিত ছিলেন রূপসা জমিদার পরিবারের অন্যতম সদস্য সৈয়দ মেহেদী হাসান চৌধুরী, রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ফারুক খান প্রমুখ।