শাহরাস্তিতে মাদক জঙ্গিবাদ ও ইভটিজিংবিরোধী সভা


শাহরাস্তিতে মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মাদক, জঙ্গিবাদ ও ইভটিজিংবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টায় চাঁদপুর জেলা সিএনজিচালিত অটোরিক্সা মালিক সমিতি কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদারের সভাপ্রধানে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদকসহ সকল প্রকার আইনবিরোধী কর্মকা- থেকে সকলে বিরত থাকবেন। যে সকল সিএনজিস্কুটার চালক এখনও ড্রাইভিং লাইসেন্স করেন নি, যতো তাড়াতাড়ি সম্ভব আপনারা ড্রাইভিং লাইসেন্স করে ফেলেন।
সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মালিক সমিতির সদস্য ও পৌর শ্রমিকলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মজুমদার, সদস্য মোঃ আবুল কালাম, মালিক সমিতির কোষাধ্যক্ষ আকবর হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম, দপ্তর সম্পাদক মোঃ হারুন মজুমদার, অফিস সহকারী রাশেদুল আলমসহ মালিক সমিতির নেতৃবৃন্দ।