• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শ্রীপুরে দু’দিনব্যাপী ৭০তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন

প্রকাশ:  ২৬ জানুয়ারি ২০১৯, ১০:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জের শ্রীপুরে ৭০তম বার্ষিক ইছালে ছাওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল গতকাল শুক্রবার শেষ হয়েছে। ২ দিনব্যাপী এ মাহফিল আখেরী মোনাজাতের মধ্য দিয়ে গতকাল শেষ হয়। ফুরফুরা শরীফের পীরে কামেল শাহ্সুফী আলহাজ¦ হযরত মাওলানা মোঃ আব্দুল্লাহিল মারুফ ছিদ্দিকী আল-কোরাইশীর শুভাগমন উপলক্ষে উক্ত ইছালে ছাওয়াবের মাহফিল অনুষ্ঠিত হয়।
দক্ষিণ শ্রীপুর মকবুল আহমেদ ইসমাইলিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ২ দিনব্যাপী এ ইছালে ছাওয়াব মাহফিলের শেষদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন সংস্থার মহা-ব্যবস্থাপক ও ইছালে ছাওয়াব মাহফিল পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ¦ ড. মোঃ বেনজির আহমেদ পাটোয়ারী। প্রধান বক্তা ছিলেন হাইমচর আলগী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকী। বিশেষ বক্তা ছিলেন মান্দারী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওঃ নেছার আহমদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ¦ মাওঃ আরিফুর রহমান এবং হোসাইনিয়া মমতাজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মাহফিল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা আঃ হান্নান চাঁদপুরী। মাহফিলে সভাপতিত্ব করেন শ্রীপুর মকবুল আহমেদ ইসমাইলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ নুরুদ্দিন।
এর আগে ২৪ জানুয়ারি মাহফিলের প্রথমদিন প্রধান বক্তা ছিলেন ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি মুহাঃ কাফিলুদ্দিন সরকার ছালেহী। ওয়াজ করেন দেওভোগ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ¦ মাওঃ মহিউদ্দিন হামিদী, ইসলামপুর দরবার শরীফের মৌলভী মোঃ আঃ মালেক প্রমুখ।