• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রশ্নের পেছনে না ঘুরে পড়ালেখায় মনোযোগ দিলে দেশ ও সমাজ শিক্ষিত জাতি পাবে : ডাঃ জেআর ওয়াদুদ টিপু

প্রকাশ:  ২৫ জানুয়ারি ২০১৯, ০১:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জমকালো আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দিনব্যাপী মনোমুগ্ধকর ও জমকালো এ ক্রীড়া অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। গতকাল সকাল ১০টায় বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন দেশের খ্যাতিমান ফুটসার্জন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু।
    তিনি তাঁর বক্তব্যে বলেন, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ একটি ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় ১০ যুগ আগে স্থাপিত এ বিদ্যালয়টির নাম ও সুনাম অনেক শুনেছি। আজ এ অনুষ্ঠানে এসে উপলব্ধি করতে পারলাম কেনো এ বিদ্যালয়টির এতো সুনাম এবং ঐতিহ্য। আমি আজকের এ অনুষ্ঠানের আয়োজনে এবং ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করে আনন্দিত মুগ্ধ ও অভিভূত। তিনি বলেন, খেলাধুলা মনকে ভালো রাখে, শরীরকে ভালো রাখে, খারাপ কাজ থেকে বিরত রাখে। তাই খেলাধুলা করে মনকে উৎফুল্ল রাখতে হবে।
    তিনি আরো বলেন, খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের ভালোভাবে পড়ালেখাও করতে হবে। আর পড়ালেখা যেনো শুধু জিপিএ-৫ পাওয়ার উদ্দেশ্যে না হয়। নিজেকে ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আধুনিক উন্নত সোনার বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সামনে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, প্রশ্নের পেছনে না ঘুরে পড়ালেখায় মনোযোগ দিলে দেশ ও সমাজ শিক্ষিত জাতি পাবে। শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ করতে হলে তাদের ভবিষ্যত ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, বর্তমান শিক্ষামন্ত্রী ও সরকার প্রশ্নপত্র ফাঁস রোধ করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে যা আপনারা ইতিমধ্যেই জেনেছেন।
    বিদ্যালয় গভর্নিংবডির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ মাস্টারের সভাপ্রধানে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমান মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান ও অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, সবিতা বিশ্বাস, মোঃ জাহাঙ্গীর কবির, প্রভাষক রোটাঃ মোঃ জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ তরিক উল্লাহ, বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক শেখ আবদুল হাই, মোঃ হাফেজ খান, বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র পাল, সহকারী শিক্ষক শহিদুল্লাহ খান, মাহবুবুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, বাবুরহাট উচ্চ বিদ্যালয় গভর্নিংবডির সদস্য মোঃ সেলিম খান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ফোরকান আহম্মদ রিপন মিজি, ক্রীড়ানুরাগী শাহআলম মজুমদার নান্নু, হোসেন শেখ, মোঃ ফোরকান বেপারী, শেখ সালমানসহ বিদ্যালয় ও কলেজের সকল প্রভাষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীসহ ক্রীড়ানুরাগীগণ।