• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় দু’ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন

ইসলামের ভুল ব্যাখ্যা করে কেউ যেনো জঙ্গিবাদের পথে মুসলমানদের নিয়ে যেতে না পারে : ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০১৯, ১০:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেছেন, ইসলামের সঠিক ব্যাখ্যা দেয়া আমাদের কর্তব্য। আলেম সমাজের উচিত প্রতিটি ওয়াজ মাহফিলে পবিত্র কোরআনের প্রতিটি আয়াতের তাৎপর্য তুলে ধরে মানুষকে সচেতন করে তোলা। ইসলামের ভুল ব্যাখ্যা করে জঙ্গিবাদের পথে কেউ যেনো মুসলমানদের নিয়ে যেতে না পারে। ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী মজিদিয়া কামিল মাদ্রাসার দুইদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মধ্য দিয়ে আমাদের সে শিক্ষাই দেয়া হচ্ছে।
    তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় যতবার এসেছে প্রতিবারই ইসলাম ও মাদ্রাসার জন্যে কাজ করেছে। মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করে শিক্ষার্থীদের আলেম হওয়ার সাথে সাথে দেশ গড়ার  কাজে লাগানোর চেষ্টা করছেন সরকার।
    গত মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে দু’ দিনব্যাপী ৬ষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের শেষদিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
    মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা একেএম মাহাবুবুর রহমান। মাহফিলে প্রধান ওয়ায়েজিন ছিলেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের সিনিয়র সহ-সভাপতি হযরতুল আল্লামা রুহুল আমিন খান। তিনি বলেন, আজকে একশ্রেণির আলেম নামধারী আমাদের প্রিয় নবী (সাঃ)-এর শান ও মানে আঘাত হানছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোরআনুল করিমের সঠিক তরজমা ও তাফসীর উপস্থাপন প্রশংসনীয়। এজন্যে মজিদিয়া কামিল মাদ্রাসা ধন্যবাদ পাওয়ার দাবি রাখে।
    এছাড়া আরো ওয়াজ করেন কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদীস হযরত আল্লামা জসিম উদ্দিন আল আযহারী ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার হেড মোহাদ্দেস হযরত মাওলানা মমিনুল ইসলাম খান। মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরষদ ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরিফুর রহমান আজাদ, আওয়ামী লীগ নেতা তোফায়েল ভূঁইয়া, মাদ্রাসার গভর্নিংবডির সদস্য সাবেক পৌর প্রশাসক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম পাটওয়ারী।