• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০১৯, ১০:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে মুক্তিযোদ্ধা আলহাজ¦ আইয়ুব আলী ঢালী এবং তাঁর পরিবারের ওপর হামলা, ঘর-বাড়ি ভাংচুরের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। গতকাল ২৩ জানুয়ারি বুধবার সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সম্মুখে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
    মুক্তিযোদ্ধা ছানাউল্লা মিয়ার পরিচালনায় মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি সাহা, সাধন সরকার, রুহিপদ সাহা, ইউনুছ মিয়া, আব্দুল হান্নান মিজি প্রমুখ।
    মুক্তিযোদ্ধা আইয়ুব আলী ঢালীর পরিবারের পক্ষে তার ছেলে হাফেজ মোঃ আহসান উল্লাহ বলেন, আমার বাবা দেশের জন্যে যুদ্ধ করেছেন। অথচ আজকে স্বাধীনদেশে আমার বাবা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তিনি আজ ২০ দিন ধরে পঙ্গু হাসপাতালের বেডে পড়ে আছেন। আমরা সরকারের কাছে এ হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। আমার বাবার মতো আর কোনো বীর মুক্তিযোদ্ধা এভাবে হামলার শিকার না হয়।
    চাঁদপুর সদর উপজেলা মুক্তযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ছানাউল্লাহ খান মানববন্ধনে বলেন, মুক্তিযোদ্ধাসহ তাঁর পরিবারের ওপর হামলা কোনো মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে সহ্য করবো না। আমরা শিক্ষামন্ত্রীর দৃষ্টি আর্কষণ ও ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করছি।
    উল্লেখ্য, সম্পত্তিগত বিরোধে গত ৪ জানুয়ারি সকালে চাঁদপুর শহরতলীর খলিশাডুলিতে আবুল হাশেম মিজি, আঃ রব মিজি (টেলু), কাজল মিজি, জয়নাল ঢালী, মুসলিম খাঁ, নাজমুল হোসেন খানসহ ৫০/৬০ সন্ত্রাসী মুক্তিযোদ্ধা আইয়ুব আলী ঢালী ও তাঁর পরিবারের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাদেরকে রক্তাক্ত জখম ও গুরুতর আহত করে। গতকাল বিকেলেও হামলাকারীরা মুক্তিযোদ্ধা পরিবারকে হুমকি দেয় বলে মুক্তিযোদ্ধার পরিবার জানায়।