ফরিদগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
চলমান এসডিজি বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান


লোকাল গভর্নেস সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩)-এর আওতায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব ও সদস্যদের ইউনিয়ন পরিষদ পরিচালনায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে চাঁদপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শওকত ওসমান বক্তব্য রাখেন। প্রজেক্টরের মাধ্যমে জেলা সমন্বয়কারী এসএম শাহরিয়ার রহমানের সভাপ্রধানে আরো প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজ। প্রশিক্ষণে উপজেলার ১৫টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিববৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের প্রত্যেককে সরকারের মিশন ও ভিশন সর্ম্পকে জানতে হবে। বর্তমানে চলমান এসডিজি বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে হবে। সরকারের কর্মকা-ের তৃণমূল পর্যায়ে আপনারা কাজ করেন। জনগণের সাথে আপনাদের সরাসরি সম্পর্ক। তাই বর্তমান সরকারের গ্রাম হবে শহরসহ ২১ দফা বিষয়েও সার্বিক ধারণা থাকা প্রয়োজন।