• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলবে জনসচেতনতামূলক সভা

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০১৯, ০৯:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট কলেজের আয়োজনে ২২ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
    কলেজের অধ্যক্ষ এমএ মালেকের সভাপ্রধানে ও প্রভাষক মুকবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল হোসেন। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা খান, সহকারী অধ্যাপক মোঃ তাজুল ইসলাম, সিনিয়র প্রভাষক মোঃ জসিম উদ্দিন মৃধা প্রমুখ।
    বক্তারা বলেন, মাদক, জঙ্গিবাদ, ইভটিজিংসহ সামাজিক ব্যাধি রুখতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতার প্রয়োজন। শিক্ষার্থীরা এ ধরনের কর্মকা-ের সম্মুখীন হলে পুলিশ বিভাগ সর্বাত্মকভাবে তাদের সহযোগিতা করবে।
    অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।