• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

তরপুরচন্ডীতে কৃষি অফিসের উচ্চ মূল্য ফসল প্রদর্শনীর মাঠ দিবস

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০১৯, ০৯:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সদর উপজেলার তরপুরচ-ী ইউনিয়নে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-ফেজ-২) প্রজেক্টের আওতায় উচ্চ মূল্য ফসল (বাঁধাকপি) প্রদর্শনীর মাঠ দিবস এবং  রাজস্ব অর্থের আওতায় স্থাপিত বোরো প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে পূর্ব তরপুরচ-ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দিবস অনুষ্ঠিত হয়।
    এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুর রশীদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, কৃষকদের জন্যেই আমাদের মাঠ দিবস। কৃষির বিভিন্ন ফসলের উপর আমরা মাঠ দিবস করি। এতে কৃষকরা ফসলের নানা বিষয় সম্পর্কে জানতে পারেন এবং  ফলন উৎপাদন সম্পর্কে কলাকৌশল জানেন।
    তিনি আরো বলেন, বিভিন্ন এলাকায় বিভিন্ন ফসলের উপর আমরা প্রদর্শনী করি। যাতে পাশর্^বর্তী কৃষকরা দেখে দেখে করতে পারে। কৃষি বিভাগ কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে উদ্বুদ্ধ করছে। আধুনিক কলাকৌশল ব্যবহার করায় কৃষকরা অতীতের চেয়ে এখন স্বল্পখরচে লাভবান হচ্ছেন। আর এজন্যই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন দেশ।
    চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নিজাম উদ্দিনের সভাপ্রধানে ও উপ-সহকারী মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোঃ নোয়াখেরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দিল আতিয়া পারভীন, দৈনিক চাঁদপুর কণ্ঠের কৃষিকণ্ঠ বিভাগীয় সম্পাদক মুহাম্মদ আবদুর রহমান গাজী। স্বাগত বক্তব্য রাখেন তরপুরচ-ী ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মোবারক হোসেন। বক্তব্য রাখেন পূর্ব তরপুরচ-ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহ আলম খান, তরপুরচ-ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বিশ্বাস,  কৃষক আব্দুস সোবহান চুন্নু গাজী, মোঃ নাসির গাজী, নারগিস বেগম প্রমুখ।
    উপস্থিত ছিলেন বাসস্ট্যান্ড গোর-এ-গরিবা জামে মসজিদ কমপ্লেক্সের খতিব মাওঃ আবদুর রশিদ তালুকদার,  মোঃ সরোয়ার উদ্দিন সোহাগ তালুকদারসহ স্থানীয় কৃষকবৃন্দ।

 

 

সর্বাধিক পঠিত