• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চৌধুরীঘাট মার্কেটে অগ্নিকান্ড ২ জন আহত ॥ বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০১৯, ১২:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের ১০নং  চৌধুরীঘাট এলাকায় মার্কেটে সিলিন্ডার গ্যাসের আগুনে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।  এতে ২ জন আহতসহ ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। গতকাল ২২ জানুয়ারি বিকেলে ওই মার্কেটের আবুল কালাম পাটওয়ারীর চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানদার এ সময় গ্যাস সিলিন্ডার সংযোগকৃত চুল্লিতে আগুন জ্বালাতে গেলে সিলিন্ডারের পাইপ খুলে গিয়ে আগুন ধরে যায় এবং তা বৈদ্যুতিক লাইনের সাথে সংযুক্ত হয়ে পড়লে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় সে মার্কেটের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন আগুন নেভাতে তৎপর হয়ে ওঠে। তারা পার্শ্ববর্তী নদী হতে পানি নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছবার আগেই আগুন নিভিয়ে ফেলে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে রক্ষা পায় ওই মার্কেটসহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান। আগুনে আহত হন চা দোকানদার আবুল কালাম পাটওয়ারী ( ৫০) ও তার স্ত্রী ফরিদা বেগম (৪৫)। তাদের শরীরের কিছু অংশ আগুনে পুড়ে যায়।
    আগুনের সংবাদ পেয়ে চাঁদপুর মডেল থানার সাব ইন্সপেক্টর ইলিয়াছ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকার পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র হুমায়ুন কবির খান। তিনি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহানুভূতি প্রদান করেন এবং তাদেরকে সহযোগিতার আশ^াস দেন। এ সময় চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা অ্যাডঃ শাহ মোঃ কুদ্দুস, সভাপতি মোঃ জাকির লস্কর, সাধারণ সম্পাদক মোঃ হারুন হাওলাদার, মোঃ আলী সিকদারসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার জন্যে শিক্ষামন্ত্রী, জেলা প্রশাসন, জেলা পরিষদসহ পৌর পরিষদের সহযোগিতা কামনা করেন।
    উল্লেখ্য, ইদানিংকালে সিলিন্ডার গ্যাস ব্যবহার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এ গ্যাস সিলিন্ডার হতে অগ্নিকা-ের আর এ গ্যাস সিলিন্ডার মিলছে শহরসহ গ্রামের হাটবাজারে সহজ উপায়ে। যা সংগ্রহ করতে এবং ব্যবহার করতে গ্রাহকদেরকে কোনো নিয়মনীতি মানতে হয় না। চাইলেই সহজে এ সিলিন্ডার গ্যাস পাওয়া যায়। যত্রতত্র এর ব্যবহারের ফলে প্রায়ই দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে এ গ্যাস সিলিন্ডার ফেটে প্রাণহানিও ঘটে। দেখা যায় গ্যাস সিলিন্ডার এখন চা দোকান থেকে শুরু করে মিষ্টির দোকানসহ প্রকাশ্যে রাস্তার উপর রেখেই ব্যবহার করছে দোকানদাররা। যার কারণে যখন তখনই জনবহুল স্থানে সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। গ্যাস সিলিন্ডার ব্যবহারে নিয়ম মেনে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে ব্যবহারকারীদের আরো সচেতন হওয়া দরকার বলে সচেতন মহল মনে করেন।
    

 

সর্বাধিক পঠিত