হাসপাতালে দুদকের অভিযান : ৪০ শতাংশ ডাক্তার অনুপস্থিত


দেশের আটটি জেলার ১০টি সরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ৪০ শতাংশ চিকিৎসককে হাসপাতালে অনুপস্থিত পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
দুদকের সেগুন বাগিচার কার্যালয়ে ব্রিফিং করে এ কথা জানান প্রতিষ্ঠানের মহাপরিচালক মুনীর চৌধুরী। তিনি জানান, ঢাকাসহ ৮ জেলার ১০টি সরকারি হাসপাতালে দুদক একযোগে অভিযান পরিচালনা করে। এ হাসপাতালগুলোতে সরকারি নির্ধারিত ডিউটির সময় ২৩০ জন ডাক্তারের মধ্যে ৯২ জনই অনুপস্থিত ছিলেন। এ হিসেব করলে ৪০ শতাংশ হয়। ঢাকার বাইরে যে ৭ জেলায় ৮টি হাসপাতালে অভিযান চালানো হয়েছে, সেখানে ১৩১ জন চিকিৎসকের মধ্যে অনুপস্থিত ছিলেন ৮১ জন।
দুদক ডিজি বলেন, এসবসহ যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। তথ্যসূত্র : ইত্তেফাক অনলাইন।