• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সড়ক সংস্কারের দাবিতে ফরিদগঞ্জে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশ:  ২১ জানুয়ারি ২০১৯, ১১:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ-রায়পুর সীমান্ত এলাকার প্রায় আধা কিলোমিটার মহাসড়ক দ্রুত সংস্কার করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার সকালে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গত ১ বছর যাবৎ ওই সড়কটি সংস্কার করার জন্যে ভেঙ্গে রাখা হয়। যার কারণে দুর্ভোগে পড়েছে ছোট-বড় যানবাহন ও আন্তঃজেলার পরিবহনগুলো। এতে স্থানীয় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন চরম ভোগান্তির ও আতঙ্কের মধ্যে চলাচল করতে হচ্ছে। সড়কটির এ বেহাল দশার কারণে বেশ কটি দুর্ঘটনায় শিক্ষার্থীসহ যানবাহনের যাত্রীরা গুরুতর আহত হয়। স্কুল চলাকালীন সড়কের ধূলার কারণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন হয়ে পড়ে।
মানববন্ধনে সরকারের কাছে দ্রুত সড়কটি সংস্কার করার দাবিতে বক্তব্য রাখেন স্থানীয় বিজি মডেল একাডেমীর প্রধান শিক্ষক মুকবুল হোসেন, শিক্ষক ইব্রাহীম দুলাল, ইসমাইল হোসেন, আব্দুর রাজ্জাক, মাহবুব আলম বাবু ও শিক্ষার্থী ফারাজানা।

 

সর্বাধিক পঠিত