শাহরাস্তিতে মাদকের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি
‘সন্ত্রাস নয়, শান্তি চাই; মাদকমুক্ত, সমাজ চাই’ এ শ্লোগানকে সামনে রেখে শাহরাস্তিতে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহসহ সকলপ্রকার অন্যায়-অনাচারের বিরুদ্ধে গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে আয়নাতলী ফরিদউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইঞ্জিঃ নূরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ও আয়নাতলী এলাকাবাসী, যুবসমাজের আয়োজনে এ গণঅবস্থান ও কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ শুভর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন মুশু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমান, যুবলীগ নেতা মোঃ আলমগীর হোসেন আলমসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।