ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী ॥ চাঁদপুরকে মাতিয়ে গেলেন জেম্স
চাঁদপুরে এই প্রথম বিশাল আকারে ওপেন কনসার্ট শান্তিপূর্ণভাবে হওয়ায় আয়োজকদের কৃতজ্ঞতা


বাংলাদেশ ছাত্রলীগের গৌরবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার রাতে চাঁদপুর স্টেডিয়ামে বিশাল আকারে ওপেন কনসার্ট তথা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি রাত সাড়ে নয়টায় বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন। এ সময় তিনি তাঁর বক্তব্যে কাজের পাশাপাশি বিনোদনের প্রয়োজনীয়তার কথাও বলেন। অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপুসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাগণ
কনসার্ট শুরু হয়েছিল এদিন (শুক্রবার) বিকেল ৪টা থেকে। ওই কনসার্টে প্রথমে দূরবীন ও পরে পেনডোরা এবং সবশেষে নগরবাউল শিল্পীরা গান পরিবেশন করে। তবে সব ছাপিয়ে মূল আকর্ষণ ছিলো নগরবাউল ব্যান্ড দলের দেশ কাঁপানো শিল্পী জেমস্। প্রথমেই মঞ্চে আসেন দূরবীনের শহীদ ও আইয়ুব। পরে পেনডোরার নদীয়া ডোরা এবং সবশেষে নগরবাউলের জেমস্ সংগীত পরিবেশন করেন।
জেমস্ মঞ্চে উঠেন রাত ৯টা ৩৬ মিনিটে। তিনি ৯টা ৩৯ মিনিট থেকে ১০টা ৪৭ মিনিট পর্যন্ত টানা একঘন্টায় ১৩টি গান পরিবেশন করেন। তার গানের সময় পুরো স্টেডিয়াম জুড়ে অবস্থানরত প্রায় ২৫ হাজার দর্শক গানের তালে তালে নেচে গেয়ে আনন্দ প্রকাশ করে। মাঠজুড়ে ছিলো পুরুষ দর্শক আর স্টেডিয়ামের গ্যালারির একটি অংশে ছিলো নারী দর্শক। জেমস্ ‘কবিতা তুমি’ শিরোনামে গানটি দিয়ে শুরু করে এক এক করে লেইস ফিতা, সুলতানা বিবিয়ানা, দে দে তালি দে, আমি তারায় তারায় রটিয়ে দেব, আসবার কালে চোখ খুলেই নাকি দেখলা, পাগলা হাওয়ায় মাটির পিদিম নিভু নিভু জ্বলে প্রভৃতি জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। গান শেষ করেন ‘না জানি কোহি আমারি আধুরি কাহানি’ শিরোনামের গানটি দিয়ে। সবশেষে ডিজে সানিকা তার নৃত্য শৈলী প্রদর্শন করে।
এদিকে কনসার্ট উপলক্ষে পুরো স্টেডিয়াম ও এর আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছিল। কয়েক দফ নিরাপত্তা তল্লাশি চালিয়ে দর্শকদের মাঠে ঢুকতে দেয়া হয়। কনসার্টে বিশেষ আকর্ষণ ছিল আতশবাজি। বর্ণিল আতশবাজিতে রাতের আকাশ বর্ণময় হয়ে ওঠে। জেমসের গানের সময় স্টেডিয়াম ছাপিয়ে দর্শক বাইরে রাস্তায় চলে আসে।
প্রায় ২৫ হাজার দর্শকের উপস্থিতিতে জেমস্রে এতোবড় কনসার্ট অনুষ্ঠান চাঁদপুরে এই প্রথম। অত্যন্ত সুশৃঙ্খলভাবে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি ছিলো উপভোগ করার মতো। সবাই নেচে গেয়ে আনন্দ প্রকাশ করেছে, কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এটাই ছিলো অবাক করার বিষয়। পুরো অনুষ্ঠানের শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও ডিবি পুলিশের পাশাপাশি চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের নেতৃত্বে ছাত্রলীগের বিশাল কর্মী বাহিনী ছিলো তৎপর। সার্বক্ষণিক তাঁরা পুরো স্টেডিয়াম নজরদারিতে রেখেছেন। এতোবড় আয়োজন শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় আয়োজক কর্তৃপক্ষ চাঁদপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সভাপতি আতাউর রহমান পারভেজ ও সাবেক সভাপতি শেখ আবদুল মোতালেব সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।