• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কৌশল বিষয়ক দু’ দিনব্যাপী জাতীয় কর্মশালা সম্পন্ন

ইলিশ গবেষণা চালিয়ে নেয়ার উপর গুরুত্বারোপ

প্রকাশ:  ২০ জানুয়ারি ২০১৯, ১১:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে শুরু ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কৌশল বিষয়ক দু’ দিনব্যাপী জাতীয় কর্মশালা সম্পন্ন হয়েছে। ১৮ ও ১৯ জানুয়ারি শুক্রবার ও শনিবার চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত ইকোফিশ বাংলাদেশ প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ মৎস্য অধিদপ্তর, মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং ওয়ার্ল্ডফিশ এ কর্মশালার আয়োজন করে।
১৮ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় শুরু হয় কর্মশালার প্রথম অধিবেশন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ রইছ-উল আলম ম-ল, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মোঃ রাশেদুল হক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ ইয়াহিয়া মাহমুদ এবং ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মেলকন ডিকসন।
ইকোফিশ বাংলাদেশ প্রকল্পের টিম লিডার ড. আব্দুল ওহাবের সভাপতিত্বে এবং সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইকোফিশ বাংলাদেশ প্রকল্পের প্রকল্প পরিচালক মাসুদ আরা মমি। আরো বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জামাল হোসেন।
দু’ দিনব্যাপী এ কর্মশালার প্রথমদিন শুক্রবার ইলিশ সম্পদ উন্নয়নে গৃহীত কার্যক্রমের ফলাফল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে প্রস্তাব তুলে ধরে বক্তব্য রাখেন কৃষি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. এমআর হোসাইন, ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মনিরুল ইসলাম, প্রফেসর ড. এম নিয়ামুল নাসের, রাজশাহী বিশ^বিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ড. ইয়ামিন হোসাইন, বিএইউ চেয়ারম্যান প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ, ইকোফিশ প্রজেক্ট ম্যানেজার ড. মোঃ নাহিদুজ্জামান, ইকোফিশের ইলিশ গবেষক ড. জিসি হালদার, ড. এম জালিউর রহমান (বিএফআরআই), ড. আশরাফুল আলম, ড. আনিছুর রহমান, প্রশিক্ষণ বিশেষজ্ঞ মোঃ শহিদুল ইসলাম, ডিওএফ-এর ডিডি আসাদুল বাকী, মোঃ রমজান আলী, কোস্টগার্ড, চাঁদপুর স্টেশন কমান্ডার লেঃ এনায়েত উল্লাহ, চাঁদপুর মৎস্যবণিক সমবায় সমিতির সহ-সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, সিএনআরএস কর্মকর্তা মাসুদ সিদ্দিকী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, জসিম উদ্দিন, মাহবুবুর রহমান, গণমাধ্যম কর্মী মিজানুর রহমান (চাঁদপুর কণ্ঠ), কান্ট্রি ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহআলম মল্লিক, মৎস্যজীবী নেতা আঃ মালেক দেওয়ান (মুক্তিযোদ্ধা), মানিক দেওয়ান, তছলিম বেপারীসহ আরো ইলিশ গবেষকবৃন্দ। এছাড়া উন্মুক্ত আলোচনায় উপস্থিত অনেকেই বক্তব্য রাখেন।
    কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, ইলিশ গবেষণার সাথে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের গবেষক, মৎস্য ব্যবসায়ী, জেলে ও মৎস্যজীবী সমিতির প্রতিনিধিগণ উপিস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টায় আমাদের জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষা হবে। বাংলাদেশ ‘ইলিশ’ শীর্ষক ভৌগলিক সনদ (জিআই সনদ) প্রাপ্তিতে নিজস্ব পরিচয়ে এখন বিশ^ বাজারে। অধিকতর গবেষণায় সরকারের গৃহীত পদক্ষেপের দরুণ আজকে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। ২ লক্ষ মেট্রিক টন থেকে ৫ লক্ষ মেট্রিক টন হয়েছে। যার মূল্য হচ্ছে ৫০ লক্ষ ডলার। আমাদের প্রাপ্তি অনেক। এজন্যে ইলিশের এই গবেষণা চালিয়ে নেয়ার প্রতি গুরুত্বারোপ করে ইকোফিশ ও ডিওএফ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইলিশ গবেষকবৃন্দ আরো বলেন, বিশে^র মোট ইলিশের ৭০শতাংশ উৎপাদিত হয় আমাদের দেশে। দেশে মোট সাড়ে ৭ লক্ষ জেলে পরিবার রয়েছে। ২৫ লক্ষ লোক আছে ইলিশ ব্যবসার সাথে জড়িত। জেলে ভাই এবং ব্যবসায়ীদের যেনো ক্ষতি না হয়, সে সবকিছু চিন্তা করে ইলিশের সর্বোচ্চ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সবাই তাদের মতামত ব্যক্ত করেন।
ইকোফিশের কর্মকর্তা মিজানুর রহমান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং কিংকর সাহার গীতা পাঠের মধ্য দিয়ে কর্মশালা শুরু করা হয়। উদ্বোধন অনুষ্ঠান উপস্থাপনা করেন ইকোফিশের প্রশিক্ষণ বিশেষজ্ঞ ইশরাত জহুরা।

 

সর্বাধিক পঠিত